কুমিল্লায় সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে চেক বিতরণ
কুমিল্লায় অসচ্ছল সংস্কৃতিসেবী ও সাংস্কৃতিক সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়েছে।এবছর জেলার ৬৭ জন ব্যক্তি ও ১৮টি সংগঠনের মাঝে প্রায় ১৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। বুধবার দুপুর ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, সংস্কৃতি মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করেন কুমিল্লা জেলার জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক আবুল ফজল মীর বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় যে অর্থের অনুদান আপনাদেরকে দিয়েছেন তা আমরা আপনাদের হাতে তুলে দিতে পেরে সম্মানিত করতে পেরেছি, পাশাপাশি নিজেরাও সম্মানিত বোধ করছি। তিনি কৃতজ্ঞতার সাথে সকল সাংস্কৃতিক ব্যক্তিদের নিরলস অবদানকে স্মরণ করেন।
অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) কাইজার মোহাম্মদ ফারাবীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক অফিসার আয়াজ মাবুদসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সংস্কৃতিমনা ব্যাক্তিগণ।