173

দর্শকদের ভিন্নস্বাদ দিতে আসছে নতুন ওয়েব সিরিজ ‘ট্র্যাপড’!

মারুফ হাসান : বিশ্বব্যাপী ওয়েব কন্টেন্টের জোয়ার বইছে, বাংলাদেশেও লেগেছে সেই ছোঁয়া! নির্মাতা, নির্মাণ সংস্থা, শিল্পী প্রত্যেকেই স্বাচ্ছন্দ্যে এ মাধ্যমে কাজ করছেন। এরইমধ্যে বেশকিছু ওয়েব কন্টেন্ট আলোচনাও তৈরী করেছে। দর্শকদের ভিন্নস্বাদ দিতে আসছে নতুন ওয়েব সিরিজ ‘ট্র্যাপড’!

ইনোভেট সলিউশনের প্রযোজনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে থ্রিলার রোম্যান্টিক ঘরানার এ ওয়েব সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ‘সিনেস্পট’ অ্যাপে। মঙ্গলবার প্রকাশ পেয়েছে ‘ট্র্যাপড’-এর টিজার। এটির কাহিনি, চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

ads

এটি পরিচালনা করেছেন ‘দেশা দ্য লিডার’ খ্যাত নির্মাতা সৈকত নাসির। প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন এ কে আজাদ, চিত্রনায়িকা আইরিন, আমান রেজা, ও রিও। সৈকত নাসির বলেন, ১২ পর্বে মুক্তি দেয়া হবে ট্র্যাপড। ঈদের আগের রাত থেকে সিনেস্পটে এটি মুক্তি পাবে। প্রতিপর্বের ব্যাপ্তী ১৫ মিনিট।

‘দেশা দ্য লিডার’, ‘পাষাণ’-এই দুই ছবি নির্মাণ করে আলোচিত হয়েছেন সৈকত নাসির। তার প্রথম ছবি ‘দেশা দ্য লিডার’-এর মাধ্যমে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই নির্মাতা প্রথমবার ওয়েব সিরিজ বানালেন। বললেন, সিনেমার স্বাদ পাওয়া যাবে ট্র্যাতপড-এ। সিনেস্পট কর্তৃপক্ষ এটি নির্মাণে খুব সাহায্য করেছেন। বাজেট ভালো ছিল। সেই অনুযায়ী সিনেমার স্বাদ দিয়েছি।

ads
ad

পাঠকের মতামত