182

স্ত্রীর ক্যান্সার ধরা পরায় ক্যাসিয়াসের জীবনে চরম দুঃখ নেমে আসে

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের কিংবদন্তী গোলকিপার ইকার ক্যাসিয়াস অতিক্রম করছেন তার জীবনের চরম দুঃসময়। ক্যারিয়ার শেষের পথে এসে তাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নিজের অসুস্থতার পর এবার ধরা পড়েছে স্ত্রীর ক্যান্সার। এমনটাই জানিয়েছেন তার স্ত্রী সারা কারবোনেরো।

ক’দিন আগে অনুশীলনে হঠাৎ হৃদরোকে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও ক্যাসিয়াসের ফুটবল ক্যারিয়ার হুমকির মুখে। ঠিক এই সময়টায় কারাবোনেরোর সাথে সম্পর্কের দীর্ঘ নয় বছর অতিবাহিত হওয়ার এমন একটি দুঃসংবাদ শুনতে হচ্ছে এ কিংবদন্তীকে।

ads

ইনস্টাগ্রামে ক্যাসিয়াসের স্ত্রী সারা লিখেছেন, ‘যেখানে এখনো আমরা একটা লড়াই জিততে পারিনি, জীবন আমাদের আরেকবার চমকে দিল। এবারের ভুক্তভোগী আমি। কিছুদিন আগে, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়ে আমার জরায়ুতে একটা টিউমার ধরা পড়ে। সেটি নাকি ক্যান্সারের লক্ষণ। ইতিমধ্যে আমার অস্ত্রোপচারে হয়েছে।’

তবে ছড়িয়ে পড়ার আগেই ক্যানসার শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন সারা, ‘ভাগ্য ভালো, ছড়িয়ে পড়ার আগেই আমরা ধরতে পেরেছি এটা। তবে এটা সত্যি, বেশ কয়েক মাস আমাকে এর বিরুদ্ধে লড়তে হবে। আশা করছি সে লড়াইয়ের শেষটা সুখকরই হবে।’

ads
ad

পাঠকের মতামত