140

র‌্যাবের অভিযানে ফুলকলির সেমাই জব্দ

স্টাফ রিপোর্ট: আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নোংরা পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি করে তা বাজারজাত করার চেষ্ট করছে ফুলকলি।
নগরের চাক্তাই এলাকায় নকল ও নিম্নমানের সেমাই তৈরির এমন একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সহায়তায় পরিচালিত জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ মে) চাক্তাই খালের পাড়ে তাহের সেমাই ফ্যাক্টরী নামে একটি সেমাই তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে ফুলকলির এমন জালিয়াতি ধরা পড়ে।

ads

র‌্যাবের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান। পরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে ভ্রাম্যমাণ আদালত ওই সেমাই কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করেন।

নোংরা পরিবেশে নিম্নমানের সেমাই তৈরি করে ফুলকলির প্যাকেটজাতকরণ। পটিয়ায় নিজস্ব কারখানা থাকা সত্ত্বেও গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিনব কৌশল দেখে বিস্মিত হয়েছেন র‌্যাব ও বিএসটিআই কর্মকর্তারা।

ads

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে এমন অভিযোগ পেয়ে চাক্তাই খালের পাড়ে তাহের সেমাই ফ্যাক্টরীতে অভিযান চালানো হয়। কিন্তু সেখানে গিয়ে দেখা তাহের সেমাই ফ্যাক্টরীতে তৈরি হচ্ছিল ফুলকলি ব্র্যান্ডের ‘ভার্সিমিল সেমাই’। কারখানার মালিক জানিয়েছে ফুলকলি এসব সেমাই তৈরির অর্ডার করেছে।

কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, চাক্তাইয়ে তাহের সেমাই ফ্যাক্টরীতে তৈরি হওয়া ও ফুলকলির প্যাকেটজাত করা এসব সেমাইয়ের প্যাকেটের উপর ঢাকার বিভিন্ন নামী ফ্যাক্টরীর নাম ব্যবহার করা হয়েছে। যেসব নাম ব্যবহার করা হয়েছে তার মধ্যে রয়েছে: ঢাকার কামরাঙ্গীরচর এলাকার ভাই ভাই ফুড প্রোডাক্টস ও ঢাকার আশুলিয়া আউকপাড়া এলাকার মাসুদ ফুড প্রোডাক্টস।

তাহের সেমাই ফ্যাক্টরীকে গত ২ মে ৫ হাজার কেজি সেমাই প্রস্তুত করতে অর্ডার করে ফুলকলি। ফুলকলির পক্ষে ডিজিএম (প্রশাসন) আলাউদ্দিন ভুঁইয়া ২ লাখ ৭৫ হাজার টাকায় ফুলকলি ব্র্যান্ডের ‘ভার্সিমিল সেমাই’ তৈরির অর্ডার দেন।

বিএসটিআইয়ের ফিল্ড অফিসার ইকবাল আহমেদ বলেন, সেমাই নিয়ে ফুলকলির জালিয়াতি আমরা জানতে পেরেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad

পাঠকের মতামত