89

আগাম জামিন পেলেন কমল হাসান

মারুফ হাসান : জামিন পেলেন রাজনীতিক ও প্রখ্যাত অভিনেতা কমল হাসান। আর তা মঞ্জুর করল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী হিন্দু বলে মন্তব্য করেছিলেন তিনি। দক্ষিণপন্থী এক কর্মীর অভিযোগের ভিত্তিতেই মামলা হয়। সোমবার সেই মামলায় আগাম জামিন পান কমল হাসান। আজকাল

খানিকটা স্বস্তি পেলেন রাজনীতিতে আসা খ্যাতনামা অভিনেতা কমল হাসান। কারণ তাঁর মন্তব্য নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন, ‘স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী একজন হিন্দু। তার নাম নাথুরাম গডসে। যে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন।’ কমল হাসানের পক্ষ থেকে হলফনামা দিয়ে বলা হয়, নাথুরাম গডসে সম্পর্কে বক্তব্য রেখেছিলাম। কাউকে আঘাত দিতে তা করা হয়নি। বিষয়টির অপব্যাখ্যা করা হচ্ছে।

ads

আদালতে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, ‘গডসে নিজে শুনানিতে বিবৃতি দিয়েছিলেন, আমি কেন গান্ধীকে হত্যা করেছিলাম, কারণ আমি একজন হিন্দু এবং গান্ধী ভারত ভাগের জন্য দায়ী।’ আদালতে তৎকালিন সময়ের শুনানিতে এবং নিজের বইতে এই কথাই উল্লেখ করেছিলেন গডসে। এবার তা আদালতে তুলে ধরলেন কমল হাসান।

ads
ad

পাঠকের মতামত