41442

নতুন গণমাধ্যমমন্ত্রী নিয়োগ দিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: নতুন গণমাধ্যমমন্ত্রী নিয়োগ করেছে সৌদি আরব। রবিবার বাদশাহ সালমানের জারি করা এক রাজকীয় ডিক্রি থেকে এ তথ্য জানা যায়। দেশটিতে গণমাধ্যমমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সালমান আল-দোসারি।

আল-দোসারি সৌদির গণমাধ্যম শিল্পের একজন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত আশর্ক আল-আওসাত পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন। তিনি মাজিদ আল-কাসাবির স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে গণমাধ্যমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

ads

অন্যদিকে এদিন জারি করা একটি পৃথক ডিক্রিতে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ বিন আমের আল-হারবিকে সৌদি গোয়েন্দা অধিদপ্তরের উপপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ ছাড়াও ইব্রাহিম আল-সুলতানকে প্রতিমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং রাকান আল-তাওককে সংস্কৃতিমন্ত্রীর সহকারী করা হয়েছে। রাষ্ট্রীয় রিয়েল এস্টেট কর্তৃপক্ষের গভর্নর আবদুল রহমান আল-হারকান এবং ইসমাইল আল-গামদিকে মানবসম্পদ ও সামাজিক উন্নয়নের সহকারী মন্ত্রী হিসেবেও নিযুক্ত করা হয়েছে।

ads

সূত্র : আল অ্যারাবিয়া

ad

পাঠকের মতামত