36020

আটকের ৬ ঘণ্টা পর রাহুল, প্রিয়ঙ্কা-সহ কংগ্রেস নেতাদের মুক্তি দিল দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্কঃ আটক হওয়ার ছয় ঘণ্টা পর ছাড়া পেলেন রাহুল, প্রিয়ঙ্কা গান্ধীসহ কংগ্রেসের নেতারা। মূল্যবৃদ্ধি, বেকারত্ব নিয়ে রাজধানীতে বিক্ষোভ করছিলেন তারা। ওই সময় আটক করে দিল্লি পুলিশ।

সংসদে শুক্রবার কালো পোশাক পরে প্রতিবাদ করেন কংগ্রেস নেতারা। নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল। কংগ্রেস সংসদ সদস্যদের বিক্ষোভের জেরে স্থগিত হয়ে যায় রাজ্যসভার অধিবেশন।

ads

তাদের অভিযোগ, বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে মোদীর সরকার।

শুক্রবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করার কর্মসূচি ছিল কংগ্রেসের। সংসদ ভবন থেকে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিল করে যাওয়ার কথা ছিল লোকসভা ও রাজ্যসভার সংসদ সদস্যদের।

ads

কংগ্রেসের এই কর্মসূচির আগে রাজধানী দিল্লিতে জমায়েত নিষিদ্ধ করে দেয় প্রশাসন। ওই কারণ দেখিয়ে কংগ্রেসকে মিছিলের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।

শুক্রবার সকালে কংগ্রেসের সদর দফতরের সামনে বিক্ষোভ করার সময় আটক করা হয় রাহুল, প্রিয়ঙ্কা-সহ কংগ্রেস নেতাদের। দিল্লির কিংসওয়ে ক্যাম্পের পুলিশ লাইনে রাখা হয়েছিল তাদের।
প্রতিবাদের শুরুতেই রাহুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গণতন্ত্রের মৃত্যু দেখছি। প্রায় ১০০ বছর ধরে ইটের পর ইট জুড়ে ভারত যা তৈরি করেছে, চোখের সামনে আজ সব ভেঙে যাচ্ছে।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ad

পাঠকের মতামত