35382

বরুড়া বেওলাইন মহিলা দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ায় মতবিনিময় সভা

বরুড়া প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় বেওলাইন মহিলা দাখিল মাদ্রাসা এমপিও ভুক্ত হওয়ায় ও শিক্ষার মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলার ঝলম ইউনিয়নের বেওলাইন মহিলা দাখিল মাদ্রাসার দাতা সদস্য মোঃ নুর মোহাম্মদ খান এর সভাপতিত্বে অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি গাজী মোঃ মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজ সেবক ও মাদ্রাসার সাবেক সভাপতি মোঃ আবদুল বাতেন সওদাগর।

ads

মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বেওলাইন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ মহসিন উদ্দিন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য বাহলুল খান, বেওলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন, মোঃ আবদুল মান্নান মিয়াজী, সমাজ সেবক মোঃ আবুল কালাম মিয়াজী, ইউপি সদস্য মোশারফ হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, সমাজ সেবক মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ আবদুল মালেক মেম্বার, বরইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, দাতা সদস্য সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা প্রতিষ্ঠার দীর্ঘ ২৫ বছর পর মাদ্রাসাটি এমপিও ভুক্ত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিমুল আলম চৌধুরী নজরুল এমপি এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, এবং মাদ্রাসার অবকাঠামো সমস্যা, সেনিটেশন ব্যব্স্থার উন্নতি, শিক্ষার মান উন্নয়ন সহ মাদ্রাসাটিকে বরুড়া উপজেলায় শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে বাস্তবে রুপান্তর করতে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করার জন্য মত প্রকাশ করেন।

শেষে বেওলাইন মহিলা দাখিল মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি গাজী মোস্তফা কামাল, সাবেক সভাপতি মোঃ আবদুল বাতেন সওদাগর, দাতা সদস্য, সহ সবাইকে ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসার সুপার মোঃ মহসিন উদ্দিন।

ads
ad

পাঠকের মতামত