23282

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন আবদুল্লা শহিদ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ১৯১ ভোটের মধ্যে ১৪৩ ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সভাপতি নির্বাচিত হন তিনি।

সাধারণ পরিষদের সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩ হলেও সোমবারের ভোটে অংশ নেয় ১৯১ দেশ। সংখ্যাগরিষ্ঠদের ভোটে নির্বাচিত আবদুল্লা শহিদ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সভাপতিত্ব করবেন।

ads

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী এবারের ভোটে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদের প্রতিদ্বন্দ্বী ছিলেন আফগান পররাষ্ট্রমন্ত্রী ডা. জালমে রাসসুল। তবে মাত্র ৪৮ ভোট পাওয়ায় তিনি মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর কাছে হেরে যান।

প্রতিবার পৃথক অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত করার নিয়ম রয়েছে জাতিসংঘে। নিয়ম অনুযায়ী ৭৬তম অধিবেশনের সভাপতি হওয়ার কথা এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের দেশ থেকে। সেই নিয়ম মেনেই মালদ্বীপের আবদুল্লা সভাপতি হলেন।

ads

আবদুল্লা শহিদ সাধারণ পরিষদের বর্তমান ও ৭৫তম অধিবেশনের সভাপতি তুর্কি কূটনীতিক ভোলকান বোজকিরের স্থলাভিষিক্ত হবেন। বিশ্বজুড়ে করোনা মহামারির প্রকোপের মধ্যে ২০২০ সালে ভোলকান সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন।

ad

পাঠকের মতামত