60798

দোলার ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে: আবুল কালাম

নিউজ ডেস্ক: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলায় জড়িত সবাইকে ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ads

আবুল কালাম বলেন, অদ্য রোববার দুপুরে লাকসাম উপজেলার কান্দির পাড় ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী দোলা আজিমের ওপর হামলা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি গত চারদিন প্রয়াত নেতা আনওয়ারুল আজিমের কবর জিয়ারতসহ প্রচার-প্রচারণা করেছি। আজকে আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। আমাদের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত নয়। আমি প্রশাসনকে অনুরোধ করেছি, যারা এই হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জন্য। পাশাপাশি সেসব দুষ্কৃতকারীর মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

লাকসামের জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কখনও ষড়যন্ত্রকারীদের এসব ষড়যন্ত্রে কখনো বিভ্রান্ত হবেন না। আমি আমার নেতাকর্মীদের বারবার অনুরোধ করেছি আপনারা শান্ত হোন, ধৈর্য ধরুন। সন্ত্রাসী বা হামলাকারী যে-ই হোক, বর্তমান ডিজিটাল যুগে শনাক্ত করা খুব সহজ। আমি ৭২ ঘন্টার মধ্যে আইনপ্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করব এই হামলায় জড়িতদের নাম-ঠিকানা প্রকাশ করে তাদের আইনের আওতায় আনতে।

ads
ad

পাঠকের মতামত