গোলে সৌদি লিগে রোনালদোর আরেক রেকর্ড
স্পোর্টস ডেস্ক: সম্প্রতি এক সাক্ষাকারে ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, লা লিগার চেয়ে সৌদি আরবের লিগে গোল করা কঠিন। তবে রোনালদো ঠিকই সেই গোল করার কাজটি করছেন নিয়মিত। সৌদি প্রো লিগে আজ আল নাসর ৩-১ গোলে হারিয়েছে নিওম এসসিকে। রোনালদো করেছেন একটি গোল। সেই গোলে ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক।
৫ মিনিটেই রিচার্লিসনের উদযাপন ম্লান করলেন ডি লিখট৫ মিনিটেই রিচার্লিসনের উদযাপন ম্লান করলেন ডি লিখট
ম্যাচের প্রথমার্ধে কোন গোল হয়নি। ৪৭ মিনিটে গোল করেন নাসরের অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। ৫৬ মিনিটে লাল কার্ড দেখেন নিওমের লুসিয়ানো রদ্রিগেজ। ৬৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান সিআরসেভেন। এবারের লিগে এটি রোনালদোর নবম গোল। ক্যারিয়ারে এটি রোনালদোর ৯৫৩তম গোল। সৌদি লিগে এটি রোনালদোর ৮৩তম গোল। সঙ্গে ১৭ অ্যাসিস্টে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে সৌদি লিগে ১০০ গোলে অবদান রাখলেন রোনালদো। জয়ের পর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আমাদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি।’
৮৪ মিনিটে আহমেদ আবদো জাবের এক গোল শোধ দেন। দুই মিনিট পর গোল করে দলের জয় নিশ্চিত করেন জোয়াও ফেলিক্স।
সৌদি লিগে ৮ ম্যাচের সব জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আল নাসর। ৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিওমের।











