মনিরুল হক চৌধুরী বিএনপির মনোনয়ন পাওয়ায় ঐতিহাসিক শাহসুজা মসজিদে দোয়া
নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং কুমিল্লা-৬ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক হুইপ ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বিএনপির মনোনয় পাওয়ায় কুমিল্লা নগরীর ঐতিহাসিক শাহসুজা মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বাদ আছর কুমিল্লা মহানগর ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এই দোয়া ও মিলাদে ওয়ার্ডসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশ নেন। দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনরুদ্ধারে বিএনপির সংগ্রাম দীর্ঘদিনের। বর্তমান সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও দেশ ও জাতির চিন্তায় উদ্বিগ্ন। তাই তার সুস্থতা আজ বাংলাদেশের আপামর জনগণের প্রত্যাশা ও প্রার্থনা।
বক্তারা আরও বলেন, কুমিল্লা-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরী একজন পরিচ্ছন্ন, সৎ ও আদর্শিক রাজনীতিবিদ। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের সাথে নিবিড় যোগাযোগ রেখে মানুষের পাশে থেকেছেন। জনগণ পরিবর্তন চায়ড়দুঃশাসন, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের এই লড়াইয়ে ধানের শীষ হবে বিজয়ের প্রতীক। তাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে মাঠে থাকতে হবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কুমিল্লা শহর বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং শহীদ জিয়া গবেষণা পরিষদ কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ, ৫নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আহমেদ সানি, বিএনপি নেতা মো. রমজান, মো. আনিসুর রহমান, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিগণ।
দোয়া শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি কুমিল্লা-৬ আসনে শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।











