60756

ইইউ’র মধ্যে সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে হবে জার্মানিকে: চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য, বিশেষ করে রাশিয়াকে মোকাবেলায় জার্মানিকে ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।

শুক্রবার (৭ নভেম্বর) জার্মান সশস্ত্র বাহিনীর বার্ষিক ফোরামে এক ভিডিও ভাষণে মের্জ রাশিয়াকে ইউরোপের জন্য ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, ইউরোপীয়দের শান্তি, স্বাধীনতা এবং নিরাপত্তা ‘গুরুতর’ হুমকির মুখে রয়েছে।

ads

তিনি বলেন, ‘আমরা জার্মানরা বুঝতে পেরেছি যে, ইউরোপে শান্তি আর হালকাভাবে নেওয়া যাবে না। রাশিয়ার হুমকি বাস্তব।’

মের্জ আরও বলেন, ‘আমরা জার্মানিতেও এটি দেখতে পাচ্ছি, প্রতিদিন হাইব্রিড আক্রমণ হচ্ছে – নাশকতা, গুপ্তচরবৃত্তি, সাইবার আক্রমণ, ড্রোনের উড়ানো, চুক্তিভিত্তিক হত্যা এবং বিভ্রান্তিকর প্রচারণা।’

ads

তিনি উল্লেখ করেন, আমাদের ন্যাটো মিত্র এবং ইইউ অংশীদাররা বিশেষভাবে আমাদের দিকে তাকায় – বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে। আমরা বুন্দেসওয়েরকে ইইউর সবচেয়ে শক্তিশালী প্রচলিত সেনাবাহিনীতে পরিণত করতে চাই – আমাদের আকার এবং দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উপযুক্ত একটি বাহিনী।’

জার্মান নেতা আরও উল্লেখ করেন, ‘আমরা ন্যাটোর সঙ্গে আমাদের যৌথ বাধ্যবাধকতা পালন করে যাব, যাতে আমাদের জোট এতটাই শক্তিশালী হয় যে, কেউ আমাদের আক্রমণ করার সাহস না করে। এই প্রচেষ্টায় আমাদের সময় নষ্ট করা যাবে না।’

ad

পাঠকের মতামত