60712

মিয়ামি শহরের ‘চাবি’ পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক: মিয়ামি শহরের ‘চাবি’ পেলেন ইন্টার মিয়ামির তারকা লিওনেল মেসি। সফলভাবে শহরটির প্রতিনিধিত্ব করার কারণে এবছর আর্জেন্টাইন মহাতারকাকে প্রতীকী সম্মাননা দেয়া হয়েছে। মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ বিশ্বজয়ীর হাতে সম্মাননা তুলে দেন।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে কাসেয়া সেন্টারে আমেরিকা বিজনেস ফোরামে মেসিকে এ সম্মাননা জানানো হয়। মিয়ামি মেয়র বলেছেন, ‘আমাদের মহান শহর, আমাদের দেশ এবং ফুটবল বিশ্বের জন্য আপনি যা করেছেন, সেজন্য আমার এ চাবি আপনাকে দেয়ার ইচ্ছা ছিল।’

ads

সম্মাননাটি দেয়া হয় মিয়ামি শহরের বিশিষ্ট ব্যক্তিদের। যাদের মূল চাবিকাঠি হল মিয়ামির বাসিন্দাদের উপর তাদের ইতিবাচক প্রভাব বা তাদের নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করা, যা মিয়ামির জন্য ইতিবাচক প্রভাব বয়ে আনে।

মেসি সেসময় বলেছেন, ‘ধন্যবাদ, আমি এতে খুব সম্মানিত বোধ করছি। এটা সত্য যে, আমি যেমন আগেও বলেছি, আমরা এই শহরে থাকতে পেরে খুব ভালোবাসা, খুব কৃতজ্ঞ, খুব খুশি বোধ করছি। আমার জন্য এই স্বীকৃতি পাওয়াটা অনেক সম্মানের, তাই আপনাকে ধন্যবাদ।’

ads

মেসি ২০২৩ সালের জুলাইতে ইন্টার মিয়ামিতে যোগ দেন। অভিষেকের কয়েকদিন পরই গড়েন ইতিহাস, জিতে নেন ক্লাবের প্রথম ট্রফি লিগস কাপ। মেসি ইন্টার মিয়ামিকে ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জেতাতে সাহায্য করেন এবং কোন এক মৌসুমে মেজর লিগে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে মিয়ামি।

৩৮ বর্ষী আর্জেন্টাইন মহাতারকা সম্প্রতি ২০২৮ সালের মেজর লিগ মৌসুমের শেষপর্যন্ত মিয়ামির সাথে তিন বছরের চুক্তি বাড়িয়েছেন।

ইন্টার মিয়ামির সহ-মালিক জর্জ মাস বলেছেন, ‘আমি আমাদের ইন্টার মিয়ামি অধিনায়ক, আমাদের নম্বর ১০ সম্পর্কে কিছু বলতে এবং ভাগ করে নিতে চাই। এটি এ শহরের একটি ছোট উপহার, যা আমাদের সকলের হৃদয় কেড়ে নিয়েছে। এটা শুধু তোমার জন্যই নয়, তোমার স্ত্রী আন্তোনেল্লা এবং তোমার সুন্দর পরিবারের জন্যও স্বাগত, যাতে তুমি এখানে সবসময় নিজের মতো অনুভব করতে পারো।’

ad

পাঠকের মতামত