60694

মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানালেন কুসিকের সাবেক কাউন্সিলররা

নিউজ ডেস্ক: কুমিল্লা-৬ (সদর-সিটি করপোরেশন- সেনানিবাস- সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের বিএনপিপন্থী সাবেক কাউন্সিলররা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে সমর্থনের কথা জানান তারা।

ads

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কুমিল্লা মহানগর ২১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মাহবুবুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। বিগত ৬০ বছর ধরে রাজনীতি করছেন। তিনি একজন ত্যাগী এবং পরীক্ষিত জনবান্ধন নেতা। তাকে মনোনয়ন দিয়ে বিএনপি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লার সকল অবকাঠামো উন্নয়ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আর এর নেপথ্যে ছিলেন মনিরুল হক চৌধুরী। কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের বিএনপির ১৯জন কাউন্সিলর সবা মনিরুল হক চৌধুরীকে সমর্থন করছি। আমরা তাকে জয়ী করার জন্য সর্বোচ্চ কাজ করে যাবো।

ads

এসময় কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল জলিল, ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিবুর রহমান তুহিন, ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো. কামাল হোসেন, সংরক্ষিত নারী ওয়ার্ডের (৪, ৫,৬) সাবেক কাউন্সিলর কুহিনূর আক্তার কাকলী, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাহমিনা আক্তার লিন্ডা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মনিরুল হক চৌধুরী এর আগে কুমিল্লা-১০ (সদর দক্ষিণ- লালমাই- নাঙ্গলকোট) আসনে বিএনপির মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলেন। তিনি সাবেক দুইবারের সংসদ সদস্য এবং একবার জাতীয় সংসদলর হুইপ ছিলেন। কিছুদিন আগে সদর দক্ষিণ উপজেলাকে সদর উপজেলার সাথে সংযুক্ত করে কুমিল্লা-৬ আসনে রূপান্তর করে নির্বাচন কমিশন।

ad

পাঠকের মতামত