ঢাকায় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজকে সংবর্ধনা দিল বিজিসিসিআই
নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের সম্মানে অনুষ্ঠান ও সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ–জার্মানি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই)। রাজধানীর লে মেরিডিয়ান হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী সভাপতি এম. মাকসুদ স্বাগত বক্তব্য রাখেন এবং নবনির্বাচিত সভাপতি মো. রোকনুজ্জামান, এফসিএ–এর হাতে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন। তিনি বলেন, “বিজিসিসিআই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জার্মান বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করতে চায়।
নবনির্বাচিত সভাপতি রোকনুজ্জামান তাঁর বক্তব্যে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিখাতে জার্মান বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, “আমরা রাজনৈতিক পরিবর্তনের সময়েও ব্যবসায়িক স্থিতিশীলতা বজায় রাখতে এবং স্বচ্ছ নীতিমালা প্রতিষ্ঠায় কাজ করব। ”
রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ বলেন, “বাংলাদেশ ও জার্মানির মধ্যে সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা টেকসই অর্থনৈতিক সহযোগিতা, উদ্ভাবন ও জনগণের সম্পৃক্ততার মাধ্যমে এই সম্পর্ক আরও শক্তিশালী করতে চাই।











