60619

লালমাইয়ে টেকসই প্রযুক্তি প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: কুমিল্লা জেলার লালমাই উপজেলায় “উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত টেকসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং উপজেলা প্রশাসন, লালমাই এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়।

ads

প্রদর্শনী ও সেমিনারে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন টেকসই প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণ বিষয়ে আলোচনা করা হয়। এতে কৃষি, শিক্ষা, পরিবেশ ও তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবিত নানা কার্যকর উদ্যোগ প্রদর্শিত হয়। এতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত