60648

আইয়ুব বাচ্চু স্মরণে আমেরিকায় উৎসব

বিনোদন প্রতিবেদক: রকস্টার আইয়ুব বাচ্চু স্মরণে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বাংলা রক গানের উৎসব। ডিমভি বাংলা রক ফেস্টিভ্যালের ধারাবাহিক আয়োজনের এবারের এই কনসার্টের শিরোনাম ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’। এটি অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফলস চার্চ মিলনায়তনে।এতে গানে গানে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাবে ব্যান্ড বিবাগী, ক্রোনেজ, জটিল, স্যাডো ড্রিমস এবং রাফি আলম ও তার ব্যান্ড। এ ছাড়া এই আয়োজনে অংশ নেবেন এলআরবি ব্যান্ডের সাবেক সদস্য কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক এসআই টুটুল। বিশেষ অতিথি থাকবেন এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য বেইজ গিটারিস্ট স্বপন। এই উৎসবের আয়োজন করেছেন রোজারিও মিডিয়াওয়ার্কস।

আয়োজকরা জানিয়েছেন, ৭ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’র আয়োজন। চলবে রাত পর্যন্ত। এতে অংশ নেওয়া প্রতিটি ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে তাঁর গানের পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবে। পাশাপাশি থাকবে আবৃত্তি, আলোচনাসহ আরও কিছু আয়োজন। এ উৎসবে আরেকটি চমক হলো আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সংগীত সহযোদ্ধা এবং ব্যান্ড এলআরবির দুই প্রতিষ্ঠাতা সদস্য স্বপন ও টুটুলের অংশগ্রহণ।

ads

এই রক উৎসবে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো তার পরবর্তী প্রজন্মের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী বাঙালিদের সংগীতপিপাসা মেটানোর পাশাপাশি রক আইকনখ্যাত এই শিল্পীর অনবদ্য সৃষ্টিকে পরিচয় করিয়ে দেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বিভিন্ন দেশের সংগীতপ্রেমীদের। সব মিলিয়ে ‘ডিএমভি বাংলা রক ফেস্টিভ্যাল’-এর এবারের আয়োজন স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

ads
ad

পাঠকের মতামত