59804

কুয়েতে সহজ হলো ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসা

প্রবাস ডেস্ক: দীর্ঘদিন ধরে ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসা প্রক্রিয়া কঠোর নীতি অনুসরণ করলেও বর্তমানে নিয়মনীতি সহজ করেছে কুয়েত। এ সিদ্ধান্তের মাধ্যমে কুয়েত সরকার একদিকে যেমন দেশটিকে আরও পর্যটক ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তুলতে চায়, অন্যদিকে প্রবাসীদের জন্যও খুলে দিচ্ছে স্বস্তির এক নতুন দুয়ার।

এর ফলে দেশটি থাকা প্রবাসীরা চাইলে পরিবারের সদস্যদের খুব সহজে ফ্যামিলি অথবা ট্যুরিস্ট ভিসা দিয়ে নিয়ে আসতে পারেন।

ads

জানা গেছে, ট্যুরিস্ট ও ফ্যামিলি ভিসায় গিয়ে কাজের ভিসায় পরিবর্তন বা কাজ করার সুযোগ নেই। সৌদি, কাতার, আরব আমিরাতসহ জিসিসি ভুক্ত ৬ দেশে থাকা বিভিন্ন পেশার বৈধ ভিসাধারী প্রবাসীদের জন্যও চালু করেছে ট্যুরিস্ট ভিসা। অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে যাচাইবাছাই প্রক্রিয়া শেষে ৩ কুয়েতি দিনার ফি দিয়ে পাচ্ছেন ১ মাসের ট্যুরিস্ট ভিসা।

এতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা ব্যবসায়িক কাজ ছাড়া অনেক পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাতের সুযোগ সৃষ্টি হয়েছে।

ads

এদিকে, খবরটি কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে স্বস্তির এনে দিয়েছে। এখন থেকে বাংলাদেশিরা চাইলে সহজ প্রক্রিয়ায় তাদের পরিবারের সদস্য বা স্বজনদের কুয়েতে নিয়ে যেতে পারবেন।

ad

পাঠকের মতামত