
কুমিল্লায় যৌথ অভিযানে মাদকসহ যুবক গ্রেপ্তার
নিউজ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে অপু সরকার (২৬) নামের এক যুবককে মাদকসহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই যুবক এলাকার ভাগলপুর গ্রামের নাজির মিয়ার ছেলে।
ads
শনিবার (১০ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহীদনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি দল ও দাউদকান্দি মডেল থানা-পুলিশ।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, ‘অপু সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে প্রেরণ করা হবে।’
ads