56866

র‍্যাবের অভিযানে ৮০ কেজি গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন তেঁতুলতলা এলাকায় শনিবার (৮ মার্চ) ভোরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮০ কেজি গাঁজাসহ আটক ১ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাবের সদস্যরা। আটক মাদক কারবারী মোঃ আব্দুল মালেক (৩৮) পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মোস্তফাপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার এর ছেলে। এ সময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ এবং ০১ টি মাইক্রোবাস জব্দ করা হয়।

রবিবার (৯ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান।

ads

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামী মোঃ আব্দুল মালেক (৩৮) বর্তমানে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন বিজয়পুর গ্রামে বসবাস করে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা, মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিল। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত