56872

বরুড়া রক্তঋণ সামাজিক সংগঠনের পুর্নাঙ্গ কমিটি অনুমোদন

বরুড়া প্রতিনিধি: কুমিল্লার বরুড়ায় স্বেচ্ছায় রক্তদান ও সামাজিক সংগঠন রক্তঋণ এর পুর্নাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকালে বরুড়া উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও ) ও সংগঠনের প্রধান উপদেষ্টা নু-এমং মারমা মং কমিটি ঘোষণা করেন।

এতে সভাপতি হিসেবে গাজী কামরুল হাসান, সহ হৃদয় ভৌমিক, সবুজ সরকার, জাহিদুল ইসলাম তালুকদার, সাজ্জাদ হোসেন, আজহারুল ইসলাম মাহফুজ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন, মোবারক হোসেন, রিয়াজ উদ্দিন, প্রিতম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শাওন, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক শরীফ হাসান হৃদয়, অর্থ সম্পাদক তিথি মজুমদার সহ আগামী ১বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

ads

সংগঠনটি ২০১৮ সালের ৩১ জুলাই তৎকালীন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান ঢাকা ক্যান্টনবোর্ডের চীফ এক্সিকিউটিভ অফিসার মাজহারুল ইসলাম এর হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে বর্তমান প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর হাত ধরে সংগঠনটি সামাজিক কর্মকাণ্ডে আরও এগিয়ে যাবে এ প্রত্যাশা।

ads
ad

পাঠকের মতামত