56343

ট্রাম্প-পুতিন শান্তি সম্মেলনের আয়োজক হতে রাজি সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেইন যুদ্ধ অবসানের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে শান্তি সম্মেলনের আয়োজক হতে সৌদি আরব প্রস্তুত বলে জানিয়েছে।

১২ ফেব্রুয়ারি, বুধবার ট্রাম্প ও পুতিন এক ফোন কলে ইউক্রেইন যুদ্ধের অবসান ঘটানোসহ বিভিন্ন বিষয় নিয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে আলাপ করেন।

ads

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও ট্রাম্প পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে সহমত হয়েছেন এবং পুতিন ট্রাম্পকে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছেন। অপরদিকে ট্রাম্প বলেছেন, তাদের প্রথম বৈঠক ‘সম্ভবত’ শিগগিরই সৌদি আরবে হবে।

হোয়াইট হাউজের ওভাল দপ্তরে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “শেষ পর্যন্ত আমরা দেখা করবো বলে আশা করি। আসলে, আমরা আশা করছি তিনি এখানে আসবেন আর আমি সেখানে যাবো। তাই আমরা সম্ভবত প্রথমবারের মতো সৌদি আরবে মিলিত হতে যাচ্ছি। আমরা সৌদি আরবেই সাক্ষাৎ করবো।”

ads

সৌদি আরব এই ফোন কলের প্রশংসা করেছে এবং ট্রাম্পের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বলে দেশটির অনলাইন সংবাদপত্র সৌদি গেজেট জানিয়েছে।

শুক্রবার সংবাদপত্রটি জানায়, সৌদি আরব ট্রাম্প ও পুতিনের মধ্যে সম্মেলনের আয়োজক হতে প্রস্তুত বলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে। ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে শান্তির জন্য মধ্যস্থতা করতে তাদের অব্যাহত প্রচেষ্টার বিষয়টিও পুনর্নিশ্চিত করেছে।

ইউক্রেইন সঙ্কট শুরু হওয়ার পর থেকে সৌদি আরব, রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছে। সঙ্কটের একটি রাজনৈতিক সমাধানের জন্য সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ২০২২ সালের মার্চ থেকেই প্রেসিডেন্ট পুতিন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, উভয়ের সঙ্গে কথা বলে আসছেন।

গত তিন বছর ধরে সৌদি আরব তাদের মধ্যস্থতার প্রচেষ্টা ধরে রেখেছে। উত্তেজনা প্রশমণ ও সংলাপ উৎসাহিত করতে দেশটি এ পর্যন্ত অনেকগুলো বৈঠকের আয়োজন করেছে।

আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় অবদান রাখবে এমন আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগের প্রতি সৌদি আরব তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

ad

পাঠকের মতামত