
সাবেক পৌর চেয়ারম্যান কামাল চৌধুরীর ২২তম মৃত্যুবার্ষিকী পালিত
নিউজ ডেস্ক: কুমিল্লা পৌরসভার সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরীর ২২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান থাকাকালীন ২০০৩ সালের ১৩ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন তিনি।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচী পালন করেছে কামাল চৌধুরী স্মৃতি সংসদ। বিকেল সাড়ে ৩টায় মরহুমের টমসমব্রীজস্থ কবরস্থানে কবর জিয়ারত, কবরে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এর আগে সকালে মরহুমের উত্তর চর্থাস্থ বাসভবনে কোরআন খতম ও বিকেলে সৈয়দবাড়ী জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কামাল উদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আলোচনা করেন কামাল চৌধুরীর পুত্র নাসির উদ্দিন চৌধুরী রাসেল, কামাল চৌধুরী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাংবাদিক ওমর ফারুকী তাপসসহ আরো অনেকে।
ads