54333

ভারতের সঙ্গে সরাসরি বিদ্যুৎ সংযোগের জন্য চুক্তি সৌদির

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সঙ্গে সরাসরি বিদ্যুৎ সংযোগের জন্য চুক্তি করেছে সৌদি আরব। শুক্রবার রিয়াদে সৌদির ন্যাশনাল ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি এবং ভারতের সেন্ট্রাল ট্রান্সমিশন ইউটিলিটির প্রতিনিধিদের মধ্যে স্বাক্ষরিত হয়েছে এ চুক্তি। উভয়ই দুই দেশের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সৌদি আরবের প্রতিনিধি হিসেবে ছিলেন দেশটির বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান; আর নয়াদিল্লির প্রতিনিধি হিসেবে ছিলেন ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়াল।

ads

চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়েছে বলে জানিয়েছে সৌদির সংবাদমাধ্যম সৌদি গেজেট। বৈঠকে দুই দেশের শিল্প, অবকাঠামো, প্রযুক্তি, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু গবেষণা, টেকসই পরিবহনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে ভারত ও সৌদি সরকার ঐকমত্যে পৌঁছেছে বলেও জানা গেছে।

মধ্যপ্রাচ্য অঞ্চলের প্রথম দেশ হিসেবে ভারতের সঙ্গে সরাসরি বিদ্যুৎ সংযোগ স্থাপনের চুক্তি করল সৌদি।

ads

সূত্র: গালফ নিউজ

ad

পাঠকের মতামত