52023

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন আসন্ন মার্কিন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার তারা ফোনকলে এ আলোচনা করেন। দুই মার্কিন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

ads

একটি সূত্র অ্যাক্সিওসকে জানিয়েছেন, ট্রাম্প নেতানিয়াহুকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি করানোর উদ্দেশে কল করেন। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানেন না।

এছাড়া এ বিষয়ে মন্তব্যের জন্য ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করেনি তারা।

ads

গত মাসে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে যান এবং প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক প্রার্থী কমালা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের সঙ্গে দেখা করেন।

এদিকে বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতির বিষয়ে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের আলোচনায় বসার কথা রয়েছে। তবে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা আগামীকাল কাতারে গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন আলোচনায় অংশ নেবে না।

অন্যদিকে ইসরাইল সরকার জানিয়েছে তারা বৃহস্পতিবারের আলোচনায় একটি প্রতিনিধিদল পাঠাবে।

এছাড়া ইরানের তিন সিনিয়র কর্মকর্তা জানান, একমাত্র গাজায় যুদ্ধবিরতি চুক্তিই ইরানকে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখতে পারে।

ad

পাঠকের মতামত