
নালঘর বাজার পরিচালনা কমিটির ব্যাবসায়ীদের মতবিনিময় ও আলোচনা সভা
মোঃ সফিউল আলম: কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন নালঘর বাজার পরিচালনা কমিটির উদ্যোগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শনিবার রাতে বাজারের উন্নয়নমূলক কাজ ও বিভিন্ন বিষয় নিয়ে ব্যাবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাজার পরিচালনা কমিটির সভাপতি শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা নুরুজ্জামান খোকন বক্তব্যে বলেন, এ বাজারটি একটি সুনামধন্য বাজার হিসেবে পরিচিত। বাজার ব্যাবসায়ীদের সহযোগিতা ও পরিচালনা কমিটির পরিচালনায় সুন্দর ভাবে এগিয়ে যাচ্ছে এ বাজার। বিগত দিনে দৈনিক বাজার ছিলোনা বর্তমানে ব্যাবসায়ীদের সহযোগিতা ও পরিচালনা কমিটির প্রচেষ্টায় দৈনিক বাজার হিসেবে পরিচালিত হচ্ছে। আমরা অতি শীঘ্রই পুরো বাজারকে সিসি টিভি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। বাজারে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা মাষ্টার সিরাজুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার হাফেজ আসলাম, নাসির উদ্দীন ডিলার, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ শাহ ফরান, মিউচুয়াল ট্রাস্ট এজেন্ট ব্যাংকিং নালঘর বাজার শাখা স্বত্বাধিকারী ইলিয়াস স্বপন, পরিচালনা কমিটির সহ সভাপতি ও নালঘর বাজার ভাই ভাই শপিং কমপ্লেক্স স্বক্তাধীকারী মোঃ জহির, সহ সভাপতি ডাঃ অর্জুন পাল, সহ সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল, সহ কোষাধ্যক্ষ মোওলানা আবুল বাশার, সদস্য পেয়ার আহমেদ দুদু।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন মাওলানা ইয়াছিন নূরী।
বাজার পরিচালনা কমিটির সভাপতি বলেন, বাজারের কোনো বেকার ও অসহায় নিরীহ লোক যদি ব্যাবসা করতে চায় তাহলে আমি সর্বপ্রথম দশজনকে দশ হাজার টাকা করে আমার ব্যক্তিগত তহবিল থেকে তাদেরকে সহযোগিতা করবো।
এসময় পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।