51532

কুসিকের ১ হাজার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি করপোরেশনের ২০২৪-২৫ অর্থবছরের ১ হাজার ৪৪ কোটি ৫০ লক্ষ ৮৩ হাজার ৪৬৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার টাকা আর উন্নয়ন অনুদান থেকে আসবে ৮৩৫ কোটি ৫৫ লাখ টাকা। প্রারম্ভিক তহবিল দেখানো হয়েছে ১২৯ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার টাকা। রোববার (৩০ জুন) দুপুরে নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন কুসিক মেয়র ডা. তাহসিন বাহার।

পরে বাজেটের মূল অংশ উপস্থাপন করেন প্রধান হিসাবরক্ষক মো. মাসুদুর রহমান।

ads

বাজেট ঘোষণার সময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, প্রধান প্রকৌশলী জিপি চৌধুরী, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, প্যানেল মেয়র হাবিবুল আল আমিন সাদি, মনজুর কাদের মনি,কাউছারা বেগম সুমি, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মাসুদুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা মুস্তাফিজুর রহমানসহ সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ads
ad

পাঠকের মতামত