শপথ নিলেন বরুড়া গালিমপুর ইউপি চেয়ারম্যান বাচ্চু মিয়া
নিউজ ডেস্ক: কুমিল্লার বরুড়া উপজেলার গালিমপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব বাচ্চু মিয়া শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান তাকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং, বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট এড. মোঃ নাছির উদ্দিন বাহার, প্রভাষক গোলাম হোসেনসহ আরো অনেকে।
শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রশাসক।
ডিসি চেয়ারম্যানের উদ্দেশে বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে আপনি নির্বাচিত হয়েছেন। আজকের শপথ বাক্যের প্রতিটি কথা আপনাদের মেনে চলতে হবে। আপনাদের বিচারিক ক্ষমতাও দেওয়া আছে।