49873

পশ্চিমবঙ্গে প্রথম নির্বাচনি প্রচারে যা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনীতির প্রচলিত ধারণাই হলো- গত দেড় দশক ধরে রাজ্যের সংখ্যালঘু ভোটের বেশির ভাগই যাচ্ছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের ঝুলিতে। আর তাতেই মুখ্যমন্ত্রী মমতার ভোট রসায়নের প্রধান শক্তি।

এমনই তথ্য তুলে পশ্চিমবঙ্গের হুগলির আরামবাগের জনসভায় শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করলেন, ‘চব্বিশের সংসদীয় নির্বাচনে প্রচলিত সেই ধারণাও এবার ভ্রান্ত প্রমাণিত হতে চলেছে। তৃণমূলের অহঙ্কার হলো, তাদের একটা নিশ্চিত ভোট ব্যাংক রয়েছে। এবার তৃণমূলের সেই অহঙ্কার ঘুচবে। মুসলিম মা বোনেরাও এবার তৃণমূলের গুন্ডারাজকে উপড়ে ফেলতে এগিয়ে আসবে।’

ads

ভারতে লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগেই প্রচারে নেমে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঝাড়খণ্ড দিয়ে শুরু করে পশ্চিমবঙ্গে এদিন ছিল তার প্রথম জনসভা। সেই সভাতেই মমতাকে এ হুমকি দিলেন নমো।

পশ্চিমবঙ্গে গত প্রায় দু’মাস ধরে সাতক্ষীরা-সুন্দরবন লাগোয়া সন্দেশখালির ঘটনা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। মোদির এদিনের বক্তৃতায় সেই প্রসঙ্গ যে থাকবে তা ধরেই নেওয়া হয়েছিল। বাস্তবে হয়েছেও তাই।

ads

এদিনের জনসভায় ঝাঁঝাল আক্রমণ করেছেন মোদি, সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের রাজনীতির অভিযোগ করেছেন। একই সঙ্গে ভারতে বিভিন্ন রাজ্যের বিরোধী নেতারা মিলে যে ‘ইন্ডিয়া’ জোট করেছেন তার নেতাদেরও সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। আরামবাগে জনসভা করে বিকালে কলকাতায় রাজভবনে আসেন মোদি। এর পরেই রাজভবনে মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা।

বৈঠক শেষে বাইরে এসে মমতা বলেন, ‘রাজভবনে এসেই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম। রাজ্যের কথাও বললাম। আর গল্প করলাম। রাজনীতির কথা কম, গল্পই বেশি হলো।’

ভারতীয় সময় পৌনে ৪টা থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত আধ ঘণ্টার বক্তৃতার শুরুর দিকে মোদি রেলসহ বিভিন্ন খাতে পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্র কী কী করেছে তা বলেন। তবে বেশি সময়টাই ছিল তৃণমূলকে আক্রমণ। বলেন, ‘বাংলার অবস্থা আজ গোটা দেশ দেখছে। মা, মাটি, মানুষ, এই ঢোল পেটায় যারা, সেই তৃণমূল সন্দেশখালির বোনদের সঙ্গে যা করেছে, তা দেখে গোটা দেশ দুঃখিত।’

আরামবাগ লোকসভা এলাকার মধ্যেই খানাকুলে জন্ম সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের। সেই প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘যা হচ্ছে সন্দেশখালিতে, তা দেখে রাজা রামমোহন রায়ের আত্মা কাঁদছে। যার জন্ম হয়েছিল এই খানাকুলে।’

শিক্ষক নিয়োগ থেকে পুরসভা নিয়োগ দুর্নীতির অভিযোগও তোলেন। তিনি বলেন, ‘সব জায়গাতেই দুর্নীতি করেছে তৃণমূল। গরিবদের রেশনে বণ্টন থেকে সীমান্ত দিয়ে পশু পাচার, সবেতেই দুর্নীতি করেছে।’

এ প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া নগদ টাকার প্রসঙ্গেও তোলেন মোদি। জনতার কাছে প্রশ্ন ছুড়ে দেন, ‘এত টাকা কখনো দেখেছেন? সিনেমাতেও দেখেছেন?’

বিরোধী নেতাদের আক্রমণ করে মোদি বলেন, ‘পাটনা, বেঙ্গালুরু, আর কোথায় কোথায় এরা একসঙ্গে বসে বৈঠক করেন। অথচ কংগ্রেস এখানকার মুখ্যমন্ত্রীর থেকে জবাব চাওয়ার সাহস করেননি। সন্দেশখালির এই বোনদের মতামত এক বারও দেখা হয়নি।’

একই সঙ্গে বলেন, ‘কংগ্রেস যা বলেছে, শুনলে চমকে যাবেন। কংগ্রেসের সভাপতি বলেছেন, বাংলায় এ সব চলতেই থাকে।’

যারা গরিবকে লুটেছেন, তাদের পশ্চিমবঙ্গ থেকে হটানোর ডাক দিয়ে মোদি বলেন, ‘লুটনেওয়ালে কো লওটানা হোগা।’

এদিন ঝাড়খণ্ডেও প্রথম জনসভা করে এসে পরে পশ্চিমবঙ্গে ঢুকেই আরামবাগের কালীপুর মাঠে দলীয় সভার আগে একটি সরকারি কর্মসূচিতেও যোগ দেন মোদি। সেখানে সাত হাজার কোটি টাকার বেশি প্রকল্পের শিলান্যাসও উদ্বোধন করেন। সেই প্রসঙ্গ দিয়েই বক্তৃতা শুরু করেন।

ad

পাঠকের মতামত