49864

বিপিএল ফাইনালে নজর থাকবে যাঁদের ওপর

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দেড়মাসের লড়াই শেষে আজ পর্দা নামছে বিপিএলের। বিপিএলের শিরোপার লড়াইয়ে সন্ধ্যায় মাঠে নামবে ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। টানা তৃতীয় শিরোপার লক্ষ্যে কুমিল্লা, অন্যদিকে প্রথম শিরোপার খোঁজে বরিশাল। ফাইনালের লড়াই মাঠে গড়ানোর আগে যাঁদের ওপর বাড়তি নজর থাকতে পারে, দুই দলের প্রতিটিতে এমন তিনজন করে খুঁজে দেখা যাক –

তাওহীদ হৃদয়, কুমিল্লা ভিক্টোরিয়ানস

ads

এবার বিপিএলে সবচেয়ে বেশি আলো সম্ভবত কেড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের তাওহীদ হৃদয়ই। ফাইনালের আগে সর্বোচ্চ রান করা ব্যাটসম্যান তামিম ইকবালের (৪৫৩) চেয়ে মাত্র ৬ রান পিছিয়ে তিনি, কে জানে, আজ ফাইনালে হয়তো তামিমকে পেরিয়েও যেতে পারেন!

শুধু কী রান, বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ ছক্কা (২৪টি) হাঁকানোর রেকর্ড নিজের নামে করেছেন হৃদয়। এবারের বিপিএল প্রথম সেঞ্চুরিও দেখেছে হৃদয়েরই ব্যাটে। এর বাইরে দুটি ফিফটিও আছে, যার একটি আবার ৯৩ রানের। টুর্নামেন্ট সেরা হওয়ার দৌড়ে নিশ্চিতভাবেই থাকছেন কুমিল্লার এই ব্যাটসম্যান।

ads

লিটন দাস, কুমিল্লা ভিক্টোরিয়ানস

টুর্নামেন্টের শুরুতে তাঁর ব্যাট নিশ্চুপ থাকলেও শেষদিকে এসে জ্বলে উঠেছেন লিটন দাস। শুধু জ্বলেই ওঠেননি, ৩৭৫ রান করে আছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়েও। তিনটি ফিফটি করেছেন। লিটনের ব্যাটিংয়ের ক্ষেত্রে বলা হয়, তাঁর ব্যাটিং দৃষ্টিসুখকর। ফাইনালে এমন দৃষ্টিতে সুখ এনে দেওয়া ব্যাটিং লম্বা সময়ের জন্যই চাইবে কুমিল্লা।

আন্দ্রে রাসেল, কুমিল্লা ভিক্টোরিয়ানস

৪ ম্যাচে ৮২ রান, এর মধ্যে এক ম্যাচেই ৪৩ – সংখ্যাটা আন্দ্রে রাসেলকে ঘিরে মোটেও আশা জাগাতে দেবে না। যতই পাঁচ-ছয়ে নামুন, রাসেলের ব্যাটে ঝড় দেখতেই চান সবাই। কিন্তু এবার বিপিএলে এখনো সেভাবে জ্বলে উঠতে পারেননি ‘ড্রে-রাস!’ তবে তাঁর স্ট্রাইক রেট ২০০-র ওপরে, এতটুকুই বোঝাবে, কেন রাসেলকে ঘিরে সব সময় আগ্রহ বেশি থাকে। আর ওই যে এক ম্যাচে ৪৩ রান করেছিলেন, চট্টগ্রামে গ্রুপ পর্বের শেষদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে ১২ বলের সে ইনিংসই কুমিল্লার সমর্থকদের আশা বাড়িয়ে দেবে – আজ ফাইনালেও এমন কিছু হলেই তো হয়!

কাইল মায়ার্স, ফরচুন বরিশাল

প্রসঙ্গ যখন ব্যাট হাতে চার-ছক্কা মারা, সে ক্ষেত্রে কাইল মায়ার্সকে বলা যায় – মায়া নেই, দয়া নেই, নাম তাঁর কাইল মায়ার্স। বলা যায়, স্বদেশি আন্দ্রে রাসেলের চেয়েও এবার বেশি ‘ইমপ্যাক্ট’ রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। চট্টগ্রাম পর্বে বরিশাল দলে যোগ দিয়েছেন দুই ওয়েস্ট ইন্ডিয়ান ওবেদ ম্যাকয় ও মায়ার্স, দুজনই এসেই বরিশালকে পথ দেখিয়েছেন। তবে মায়ার্সের প্রতি মায়া জন্মে যাওয়ার কথা বরিশালের। পরিসংখ্যানও যে কিছুটা বলে দেবে তাঁর মাহাত্ম্য – ৫ ম্যাচ খেলে ইতোমধ্যে ৮ উইকেট তুলে নিয়েছেন এই ক্যারিবিয়ান তারকা। ব্যাট হাতে তো আরও বিধ্বংসী, ৫ ম্যাচে ১৫৮ স্ট্রাইক রেটে করেছেন ১৯৭ রান!

মোহাম্মদ সাইফউদ্দিন, ফরচুন বরিশাল

লম্বা চোট কাটিয়ে বিপিএলের মাঝপথে দলের সঙ্গে যুক্ত হয়ে ৮ ম্যাচ খেলেই নিয়েছেন ১৪ উইকেট। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় পাঁচ নম্বরে, যদি তাঁর ওপরের চারজনই ম্যাচ খেলেছেন ১২-১৪টি করে। শুধু বল কেন, শেষদিকে ব্যাট হাতেও কার্যকরী তিনি। ৪ ইনিংসে ৬৩ রান তাঁর ব্যাটিংকে সেভাবে বোঝাতে পারবে না, তবে স্ট্রাইকরেট ১৮৫। এর মধ্যে ৩০ রানের একটা ইনিংস আছে, ১৮ বলে ২ চার ২ ছক্কায়। ব্যাট-বলে এমন পারফরম্যান্সে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে তাঁর সুযোগ পাওয়ার দাবিও উঠছে।

তামিম ইকবাল, ফরচুন বরিশাল

এবারের বিপিএলে যেমন ব্যাটিং করে চলেছেন, তাতে ফাইনালে সম্ভাব্য আলো ছড়ানো তারকাদের তালিকায় তামিম ইকবালের নাম বাদ যায় কী করে! টুর্নামেন্টের সর্বোচ্চ রান (৪৫৩) সংগ্রাহক এই বাঁহাতি ওপেনার। তিনটি ফিফটি, গড় প্রায় ৩৫। ১২৫ স্ট্রাইকরেট নিয়ে হয়তো কিছু প্রশ্ন থাকতে পারে, তবে একেবারে ফেলনাও তো নয়!

ফাইনালে আলো ছড়ানোর রেকর্ডও তো তামিমের আছে। বিপিএলে এর আগে যে একটা শিরোপা জিতেছেন, সেটির পথে ফাইনালে তামিম জ্বলে উঠেছিলেন। ২০১৯ সালে কুমিল্লাকেই শিরোপা জেতানোর পথে অপরাজিত ১৪১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। এবারও তেমন কিছু হবে?

ad

পাঠকের মতামত