সৌদি রাজার আমন্ত্রণে ওমরা করতে গেলো ৩০ বাংলাদেশি
নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজার আমন্ত্রণে ওমরা পালন করতে গেলেন ৩০ জন বাংলাদেশি। বুধবার সৌদি দূতাবাস এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিদায় জানায়।
এসময় সৌদি রাষ্ট্রদূত বলেন, হজ বা ওমরা সৌদিবাসীর পক্ষ থেকে বিশ্ববাসীকে সেবা করার সুযোগ বলেই মনে করা হয়। এখন সৌদি-বাংলাদেশ সম্পর্ক কেবল কর্মী পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়। ব্যাবসা, খেলাধুলাসহ নানা খাতে দুই দেশ এক সঙ্গে কাজ করছে, যা সম্পর্ককে আরও গভীর করছে।
ads
তিনি জানান, এবছর দলটি মক্কা ও মদিনাতে সফর করবে। এসময় ধর্মীয় নানা স্থাপনাসহ সরকারের নানা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন।
ads