48466

ভিসা ছাড়া তুরস্কে যেতে পারবেন ৬ দেশের নাগরিকরা

আন্তর্জাতিক ডেস্ক: ভিসা ছাড়াই এখন থেকে তুরস্কে যেতে পারবেন বিশ্বের ছয় দেশের নাগরিকরা। রোববার (২৩ ডিসেম্বর) তুরস্কের অফিসিয়াল গেজেটে এ সংক্রান্ত একটি প্রেসিডেন্সিয়াল ডিক্রি প্রকাশ করা হয়েছে।

দেশগুলো হলো— যুক্তরাষ্ট্র, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কানাডা, সৌদি আরব এবং ওমান।

ads

এই দেশের নাগরিকরা প্রতি ১৮০ দিনে তুরস্কে ভিসা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ২৩ ডিসেম্বর এ ডিক্রি জারি করেছেন। পরবর্তীতে এটি অফিসিয়াল গেজেটে প্রকাশ করা হয়েছে।

ads

দেশটির বিদেশি ও আন্তর্জাতিক সুরক্ষা আইনের ১৮ নম্বর ধারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত তুরস্কে প্রতি বছর অসংখ্য পর্যটক ঘুরতে যান। আরও বেশি পর্যটক টানতেই ছয়টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত সেবা চালু করা হয়েছে।

কানাডায় যেতে আগের তুলনায় ব্যাংকে দ্বিগুণ অর্থ দেখাতে হবে
ভিসা ছাড়া চীনে যাওয়ার সুযোগ ৬ দেশের নাগরিকদের
পর্যটন খাতের ওপর নির্ভরশীল তুরস্কের অর্থনীতি— এই সিদ্ধান্তের মাধ্যমে উপকৃত হবে।

ভিসা জটিলতা দূর করতে বিশ্বের বিভিন্ন দেশ নির্দিষ্ট দেশের ক্ষেত্রে ভিসা তুলে দিচ্ছে।

এর আগে গত ২৪ নভেম্বর ভিসা ছাড়া ৬ দেশের নাগরিকদের ভ্রমণের সুযোগ দেওয়ার ঘোষণা দেয় এশিয়ার দেশ চীন। এসব দেশের নাগরিকরা ভিসা ছাড়া চীনে গিয়ে সর্বোচ্চ ১৫ দিনের জন্য অবস্থান করতে পারবেন। এ সময়ের মধ্যে তারা ভ্রমণ ও ব্যবসায়িক কাজ করতে পারবেন।

দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং মালয়েশিয়া। তবে এ সুবিধা আগামী ১ বছরের জন্য পাবেন এসব দেশের নাগরিকরা। সময়টি হলো— ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। এটি মূলত একটি পরীক্ষামূলক ব্যবস্থা। যদি এতে সাড়া এবং সুফল পাওয়া যায় তাহলে পরবর্তীতে এই সুবিধার মেয়াদ বাড়ানো হবে।

সূত্র: ডেইলি সাবাহ, বিবিসি

ad

পাঠকের মতামত