47613

শেষ ষোলোয় রিয়াল

স্পোর্টস ডেস্ক: প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে কাঁদিয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। সেটা গত মৌসুমে হাতছাড়া হয়। কিন্তু এখনই সেটা পুনরুদ্ধারের লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা। সেই লক্ষ্যেই এবার মৌসুম শুরু করেছিল তারা। এগিয়েও গিয়েছে সেই পথে। পর্তুগিজ ক্লাব ব্রাগাকে গুঁড়িয়ে নকআউট পর্বে উঠে গেল স্প্যানিশ ক্লাবটি।

সান্তিয়াগো বার্নাব্যুতে বুধবার রাতে গ্রুপ পর্বের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়নরা। ব্রাহিম দিয়াসের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে বাকি দুই গোল করেন ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগো।

ads

লা লিগায় সবশেষ তিন ম্যাচের দুটিতেই হোঁচট খেয়েছে রিয়াল। তবে ইউরোপ সেরার মঞ্চে তারা ঠিকই আছে আপন চেহারায়; চার ম্যাচের সবকটিতেই জিতল ১৪ বারের শিরোপাজয়ীরা।

ম্যাচের শুরুতে অবশ্য বড়সড় ধাক্কা খেতে বসেছিল রিয়াল। চতুর্থ মিনিটে নিজেদের ডি-বক্সে লুকাস ভাসকেস প্রতিপক্ষের ক্রিস্তিয়ান বোরহাকে পেছন থেকে টেনে ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে পারেনি ব্রাগা; তাদের স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো দিয়ালোর স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক আন্দ্রি লুনিন।

ads

দারুণ গোছালো আক্রমণে ২৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় রিয়াল। ফেরলঁদ মঁদির থ্রু পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে কাটব্যাক করেন রদ্রিগো, আর প্রথম ছোঁয়ায় জোরাল শটে বল ঠিকানায় পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড দিয়াস।

দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই ব্রাজিলিয়ানের গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। পাসিং ফুটবলে শাণানো আক্রমণে ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। ফেদে ভালভেরদের পাস ধরে ভাসকেস পাস বাড়ান বক্সের মাঝামাঝি আর প্রতিপক্ষের একজনের চ্যালেঞ্জ সামলে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ভিনিসিউস।

পরের গোলটিতেও জড়িয়ে আছে তার নাম। মাঝমাঠ থেকে আক্রমণে উঠে ভিনিসিউসকে বল বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন রদ্রিগো, এরপর স্বদেশি তারকার ফিরতি পাস ধরে চিপ শটে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে ঠিকানা খুঁজে নেন রদ্রিগো।

আধিপত্য ধরে রেখে বাকি সময়েও অনেক সুযোগ তৈরি করে রিয়াল, যদিও জালের দেখা আর মেলেনি। চাপ সামলে তেমন কোনো সম্ভাবনা জাগাতে পারেনি ব্রাগা।

চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে আছে রিয়াল। ইউনিয়ন বার্লিনের সঙ্গে ঘরের মাঠে ১-১ ড্র করা ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলি ৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে ব্রাগার পয়েন্ট ৩। ১ পয়েন্ট নিয়ে তলানিতে জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন।

ad

পাঠকের মতামত