আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবসে কুমিল্লায় ৫ সাংবাদিককে সম্মাননা প্রদান
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নির্যাতিত সাংবাদিক দিবস উপলক্ষে সংবাদ সংগ্রহের সময় নির্যাতিত হওয়া কুমিল্লায় ৫ সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে নগরীর হিলটন টাওয়ারের চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি: মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সাংবাদিক কল্যান পরিষদ।
সম্মাননা প্রাপ্ত ব্যাক্তিরা হলেন, কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক, কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও সময় টিভির বাহার রায়হান, কালের কন্ঠ কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা নিউজের সম্পাদক জহিরুল হক বাবু, জাগো কুমিল্লার সম্পাদক অমিত মজুমদার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল।
সাংবাদিক কল্যান পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ পারভেজ, জনকন্ঠের কুমিল্লা প্রতিনিধি মীর শাহ আলম, দৈনিক ইনকিলাব পত্রিকার ষ্টাফ রিপোর্টার সাংবাদিক সাদেক মামুন, দৈনিক আমাদের কুমিল্লার সম্পাদক শাহাজাদা এমরান, দৈনিক শিরোনামের স্টাফ রিপোর্টার মোতাহের হোসেন মাহবুব, আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ আরও অনেকে।











