45324

কুবিতে অগ্নিনির্বাপক মহড়া

নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ক্যাম্পাসের গোল চত্বরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কুমিল্লা সদর দক্ষিণ এর সহযোগিতায় অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আগুন লাগলে তা নেভানোর বিভিন্ন কৌশল ও করণীয় সম্পর্কে বিশদ আলোচনা হয় এবং সেই সাথে অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার শেখানো হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন এবং মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান এর উপস্থিতিতে মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, কুমিল্লা সদর দক্ষিণের স্টেশন অফিসার মীর মোঃ মারুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

ads

বিশ্ববিদ্যালয় এরিয়া এবং তদ্সংলগ্ন এলাকায় কোন ধরনের অগ্নিকাণ্ড ঘটলে এবং এর অবস্থা বেগতিক দেখলে সাথে সাথে ফায়ার সার্ভিস স্টেশনের হটলাইন ১৬১৬৩ বা ফোন নাম্বার ০১৫৫৬৪১০৫১০ বা ০১৮১৮০৯৭০০৯ এ কল করার অনুরোধ জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মীর মোঃ মারুফ।

ads
ad

পাঠকের মতামত