43960

সিউল-বেইজিংয়ের উষ্ণতা চান ব্লিঙ্কেন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে দক্ষিণ কোরিয়া। সিউলের এমন প্রচেষ্টাকে সমর্থন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

শনিবার ফোনালাপে দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিনের সঙ্গে আলোচনা করেন ব্লিঙ্কেন। বেইজিংয়ের সঙ্গে সিউল ও পিয়ংইয়ংয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন তারা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দ. কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ads

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, উ. কোরিয়ার ক্রমাগত উসকানিমূলক কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন পার্ক জিন ও ব্লিঙ্কেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পরমাণু নিরস্ত্রীকরণে চীনকে উদ্যোগী হতে আহ্বান অব্যাহত রাখতেও সম্মত হন এই দুই নেতা।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের প্রথম কোনও শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে রবিবার বেইজিং সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন। আগামী ১৮ ও ১৯ জুন চীনের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। সূত্র: রয়টার্স

ads
ad

পাঠকের মতামত