42116

নূরে আলম সিদ্দিকীর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, চার খলিফার জ্যেষ্ঠ ও প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকীর প্রথম জানাজা বুধবার ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

পরে বিকেলে ঢাকার গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে বাদ মাগরিব সাভারের জিরানী বাজার এলাকায় মরদেহ নেয়া হয়। সেখানে নিজের তৈরি করা মসজিদ প্রাঙ্গণে দাফন করা হয় তার মরদেহ। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন নূরে আলম সিদ্দিকী।

ads

এদিন বেলা ১২টায় হেলিকপ্টার যোগে তার মরদেহ ঝিনাইদহে আনা হয়। রাখা হয় সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে। তাকে শেষবার একনজর দেখার জন্য রাজনৈতিক কর্মী, সহকর্মী, সহপাঠিসহ নানা শ্রেণিপেশার মানুষ সেখানে ভিড় করেন। মুহূর্তের মধ্যে ঝিনাইদহ সরকারি বালক বিদ্যালয়ের মাঠ পরিপূর্ণ হয়ে যায়।

প্রশাসনের পক্ষ থেকে এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে তার রাজনৈতিক জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান, পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদসহ অন্যান্যরা।

ads

জানাজা শেষে আবারো হেলিকপ্টারে তার মরদেহ ঢাকার গুলশানের আজাদ মসজিদে নেয়া হয়। সেখানে তার দ্বিতীয় জানাজা শেষে সাভারে নিজের করা মসজিদের পাশে তাকে দাফন করা কথা।

ad

পাঠকের মতামত