40049

লালমাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী

নিউজ ডেস্ক: লালমাই উপজেলার বাগমারার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ মাঠে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন।

ads

বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, সিনিয়র সাইয়েন্টিফিক অফিসার, (বিসিএসআইআর, ঢাকা) মোহাম্মদ মোতালেব।

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফোরকান এলাহি।

ads

এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষীকাও শিক্ষার্থী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, মানুষকে বিজ্ঞান মনস্ক করতে এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়ায় লক্ষ্যে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

বাগমারা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজে মাঠে এ প্রদর্শনীতে ২০টি স্টলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির বিভিন্ন বিষয় প্রদর্শন করা হয়। লালমাই উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ সেমিনার ও প্রদর্শনী বাস্তবায়ন করে।

ad

পাঠকের মতামত