39374

হৃদরোগের আধুনিক চিকিৎসা-বিষয়ক ১৭তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে হৃদরোগের আধুনিক চিকিৎসা-বিষয়ক ১৭তম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী এবারের আন্তর্জাতিক সম্মেলন ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

ads

এবারের সম্মেলনে ৩৫ জন বিদেশিসহ মোট ১৭০ জন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক হৃদরোগের আধুনিক চিকিৎসা পদ্ধতির ওপর তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এতে দেশি-বিদেশি ১ হাজার ৪০০ খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।

এছাড়া গত ৩০ নভেম্বর সম্মেলন পূর্ববর্তী কর্মশালা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে আগামী ৩-৪ ডিসেম্বর সম্মেলন পরবর্তী কর্মশালা অনুষ্ঠিত হবে।

ads

এবারের সম্মেলনে ওয়ার্ল্ড হার্ট ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট (২০২৩ সালের শুরুতে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন) হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক জগৎ নারুলা উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত