38848

দাউদকান্দিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও পুরষ্কার বিতরণ

দাউদকান্দি প্রতিনিধি: সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম সমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য গতকাল সোমবার কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ প্রাঙ্গণে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়। এ ডিজিটাল উদ্বোধন মেলা উপলক্ষে দাউদকান্দি উপজেলা সদরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের কর হয়।

ads

এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান। পরে অতিথিবৃন্দ মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

ads

বিকেলে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা-২০২২ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং গৌরীপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়। ‘খ’ গ্রুপে আনন্দ মাল্টিমিডিয়া স্কুল চ্যাম্পিয়ন এবং জুরানপুর মদিনাতুল উলুম আলিয়া মাদ্রাসা রানারআপ হয়। ‘গ’ গ্রুপে জুরানপুর আদর্শ ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন এবং ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ রানারআপ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ।

এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, জেলা পরিষদ সদস্য জেবুন নেছা জেবু, দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন ভূঁঞা এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।।

ad

পাঠকের মতামত