33265

আবারো হাসপাতালে ভর্তি পেলে

স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট পেলে আবারো হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার থেকে সাও পাওলোর এক হাসপাতালে কোলন ক্যানসারের চিকিৎসা নিচ্ছেন তিনি। তার চিকিৎসায় নিযুক্ত মেডিক্যাল সেন্টার এক বিবৃতিতে এই খবর দিয়েছে।

আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ মঙ্গলবার জানায়, ‘ও রেই’ ভালো ও স্থিতিশীল আছেন এবং কয়েক দিনের মধ্যে বাড়ি ফিরবেন তিনি।

ads

৮১ বছর বয়সী এই কিংবদন্তিকে স্বাস্থ্য পরীক্ষা করাতে ও কেমোথেরাপি নিতে প্রতি মাসে অন্তত একবার করে হাসপাতালে যেতে হয়। গত সেপ্টেম্বরে তার কোলনে টিউমার ধরা পড়েছিল।

কোলন ক্যানসার শনাক্তের আগে গত বছর এক মাস হাসপাতালে থাকতে হয়েছিল পেলেকে। ২০১৯ সালে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি ছিলেন এবং কিডনির পাথর অপসারণে তাকে পরে সাও পাওলোতে পাঠানো হয়।

ads

২০১৪ সালে লিজেন্ডারি ‘টেন’ মূত্রনালীর সংক্রমণে আইসিইউতে ছিলেন। পরে বাঁ কিডনির ডায়ালাইসিস করান। খেলোয়াড় জীবনেই ইনজুরির কারণে একটি কিডনি হারান পেলে। বেঁচে আছেন একটি কিডনি নিয়ে। এছাড়া নিতম্বের সমস্যার কারণে চলাফেরাও করতে পারেন না নিজ থেকে, হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে কয়েক বছর ধরে।

ad

পাঠকের মতামত