33176

১৭ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিসভার নিয়োগ শ্রীলঙ্কার প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেই বড় ভাই মাহিন্দা রাজাপক্ষকে প্রধানমন্ত্রী রেখে ১৭ সদস্যবিশিষ্ট নতুন মন্ত্রিপরিষদ নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। মন্ত্রিসভার নতুন সদস্যরা সবাই ক্ষমতাসীন দলের সদস্য।

সম্প্রতি, অর্থনৈতিক সংকট সমাধানে ব্যর্থতার জন্য রাষ্ট্রপতি গোতাবায়ের পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিরোধী দলগুলোও গোতাবায়েকে পদত্যাগের আহ্বান জানায়।

ads

উল্টো, গোতাবায়ে বিরোধী দলগুলোকে জাতীয় সরকার গঠনের আহ্বান জানায়। কিন্তু তার আহ্বানে সাড়া দেয়নি বিরোধী দলগুলো।

এসময় দেশটির ২৬ মন্ত্রী একযোগে পদত্যাগ করেন। এ ছাড়া, দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্ড ক্যাবরালও পদত্যাগ করেছিলেন।

ads

শ্রীলঙ্কায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় ভয়াবহ অর্থনৈতিক সংকটের সৃষ্টি হয়েছে। এ সংকট কাটিয়ে উঠা গোতাবায়ের সংকটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মত বিশ্লেষকদের।

ad

পাঠকের মতামত