32611

কাতার বিশ্বকাপের পরের ধাপের টিকিট বিক্রি শুরু

স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপের পরের ধাপের টিকিট বিক্রি শুরু
বিশ্বকাপ জ্বর আরো বাড়তে শুরু করেছে। গত ১ এপ্রিল গ্রুপ পর্বের ড্র শেষে ভক্ত-সমর্থকরা জেনে গেছেন, তাদের প্রিয় দল কখন কার মুখোমুখি হচ্ছে। কোন দল সহজ গ্রুপে, আর কারা কঠিন গ্রুপে পড়েছে, সেটা নিয়ে চলছে জোর আলোচনা। একই সঙ্গে ভক্তরা খুঁজতে শুরু করেছে তাদের প্রিয় দল ও তারকার ম্যাচের টিকিট।

এরই মধ্যে দুই ধাপের টিকিট বিক্রি সম্পন্ন, যার বিপুল চাহিদা ছিল। যারা এখনো টিকিট পাননি, তাদের জন্য আবার সুযোগ এসেছে। পরের ধাপের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৩টা থেকে।

ads

টিকিট বিক্রি হচ্ছে ফিফার ওয়েবসাইট থেকে, যা চলবে ২৮ এপ্রিল বেলা ৩টা পর্যন্ত। কারা টিকিট পাবে, তা স্বয়ংক্রিভাবে নির্বাচন করা হবে।

এই নির্দিষ্ট সময়ের মধ্যে ভক্তরা টিকিটের জন্য আবেদন করতে পারবেন এবং সেটা সফল হয়েছে কি না জানানো হবে ৩১ মের পর। তাদের আবেদন সফল হলে নিশ্চিতকরণের পর পেমেন্ট করতে হবে।

ads

চারধরনের টিকিট পাওয়া যাবে: ইন্ডিভিজুয়াল ম্যাচ টিকিট, সাপোর্টার টিকিট, কন্ডিশনাল সাপোর্টার টিকিট ও ফোর স্টেডিয়ামে টিকিট সিরিজ।

ad

পাঠকের মতামত