31714

দেশে ফনিক্স সাইকেলের পথিকৃত ব্যবসায়ী এম এ সাঈদের মৃত্যু

নিউজ ডেস্কঃ দেশের সাইকেল শিল্পের অন্যতম পথিকৃত, বিশিষ্ট ব্যবসায়ী এম এ সাঈদ ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

শনিবার (১২ মার্চ) ভোরে তিনি মারা যান। এদিন দুপুরে তার বড়ছেলে মুরশেদ সাঈদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

ads

বিশিষ্ট ব্যবসায়ী এম এ সাঈদ রওশন মহল কমিউিনটি সেন্টারের পরিচালক। তিনি ১৯৩৭ সালে রাজধানীর বংশালে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের পর দেশে সাইকেল তৈরির ইন্ড্রাস্ট্রি শুরু করেন তিনি। খ্যাতনামা চীনা ব্র্যান্ড ফনিক্স-এর সাইকেল বাংলাদেশে বাজারজাত শুরু হয় তার হাত ধরেই।

মুরশেদ সাঈদ জানান, মৃত্যুকালে তার বাবা স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ads

বংশাল রোড মসজিদে প্রথম জানাজার পর আছরের নামাজের পর গুলশান সেন্ট্রাল মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে।

ad

পাঠকের মতামত