31244

কাতারে রোমানা হাইপার মার্কেট উদ্বোধন

নিউজ ডেস্কঃ ফিফা বিশ্বকাপ টুর্নামেন্ট ঘিরে কাতারে নতুন নতুন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হচ্ছে। এতে এগিয়ে চলেছে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তারা। এরই ধারাবাহিকতায় কাতারের সালোয়া রোড রওদা রাসেদ এলাকায় বাংলাদেশি প্রতিষ্ঠান রোমানা হাইপার মার্কেটের দ্বিতীয় শাখা ফিতা কেটে উদ্বোধন করেন কাতারি স্পন্সর সাইয়েদ সালেহ আবদুল্লাহ আল হাজরি এবং স্বত্বাধিকারী আবু জাহের বাবুল।

এ সময় উপস্থিত ছিলনে প্রবাসী ব্যবসায়ী রাসেল চৌধুরী মিন্টু, মো. ইরফান, শাহজালাল লিটন, লোকমান হোসেনসহ প্রবাসী বাংলাদেশিরা।

ads

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাবুল বলেন, কাতার প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের সহজ ও সুলভমূল্যে নিত্যপণ্য সামগ্রী হাতে পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা দ্বিতীয় শাখার যাত্রা শুরু করেছি। তিনি বলেন, এই মার্কেটে ৩০ জন বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করেছি, কাতারে বাংলাদেশি উদ্যোক্তা সৃষ্টি হলে বাংলাদেশিরা ব্যবসা-বাণিজ্য নিয়ে আরও এগিয়ে যাবে।

বড় পরিসরে মাছ, মাংস, শাক-সবজি, জামা-কাপড়, প্রসাধনী সামগ্রী, চাল ডাল, স্টেশনারি, ক্রোকারিজ, ইলেকট্রনিক সামগ্রীসহ এক মার্কেটে সব ধরনের কেনাকাটার ব্যবস্থা রয়েছে।

ads

কাতারের রাজধানী দোহায় রোমানা হাইপার মার্কেটের প্রথম শাখা রয়েছে। এছাড়া শীঘ্রই আরও শাখা বৃদ্ধি করা হবে বলে জানান প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ।

ad

পাঠকের মতামত