30869

কুমিল্লায় পুরোহিত-সেবাইতের দক্ষতা বৃদ্ধিকরণে সভা

ডেস্ক রিপোর্টঃ কুমিল্লায় ধর্মীয় এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প-২ এর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ধর্মীয় এবং আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) আঞ্চলিক কার্যলয় কুমিল্লার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ads

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট ট্রেনিং পরিমল মন্ডল।

ads

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিন, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. নিসর্গ মেরাজ চৌধুরী, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সরকার সারোয়ার আলম, কুমিল্লা জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুল মান্নান, জেলা প্রণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক গোলাম রায়হান, হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সহকারী পরিচালক লিটন সরকার, কুমিল্লা প্রেস ক্লাবের আহবায়ক নিতিশ সাহা, হিন্দু ধর্মীয় নেতা তপু চৌধুরী।

এসময় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।

ad

পাঠকের মতামত