28000

বিকেএসপিতে বঙ্গবন্ধু কর্নার ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন

নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) বঙ্গবন্ধু কর্নার ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু কর্নার ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশীদুল হাসান উপস্থিত ছিলেন।

ads

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭৪ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্রীড়া প্রতিষ্ঠান হিসেবে বিআইএস (বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস) প্রতিষ্ঠা করেন, যা পরে বিকেএসপি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের খেলোয়াড়রা পরিদর্শনে এলে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এই বঙ্গবন্ধু কর্নার থেকে। বিকেএসপির সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু কর্নার একটি অনন্য মাইলফলক।’

ক্রীড়া প্রতিমন্ত্রী যোগ করেন, ‘প্রশিক্ষণার্থীদের আধুনিক ভাষাজ্ঞানে দক্ষতাসহ সামগ্রিক দক্ষতা বিকাশে ল্যাঙ্গুয়েজ ল্যাব বিকেএসপির তথা দেশের ভাবমূর্তি বিকাশে অসামান্য অবদান রাখবে। তাছাড়া ল্যাঙ্গুয়েজ ল্যাব স্থাপনের মধ্য দিয়ে বিশ্বের সব ভাষার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আমাদের মাতৃভাষা বাংলা রক্ষার্থে যে সব তরুণ তাদের বুকের তাজা রক্ত দিয়েছিলেন, তাদের সেই সীমাহীন ত্যাগের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।’

ads
ad

পাঠকের মতামত