27504

কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই

নিউজ ডেস্কঃ খ্যাতিমান কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর বাংলাবাজারস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ads

বুলবুল চৌধুরীর ঘনিষ্ঠজন চিত্রগ্রাহক কামরুল মিথুন মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে কখন ও কোথায় তাকে দাফন করা হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, গত এক বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন বুলবুল চৌধুরী। এরপর তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অনকোলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। পরে তার শ্বাসযন্ত্রে ক্যানসার ছড়িয়ে পড়ে।

ads

১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্মগ্রহণ করেন বুলবুল চৌধুরী। সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০২১ সালে একুশে পদক পান তিনি।

বুলবুল চৌধুরীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আছে- (ছোট গল্পগ্রন্থ) টুকা কাহিনি, পরমানুষ, মাছের রাত, চৈতার বউ গো। (উপন্যাস) অপরূপ বিল ঝিল নদী, কহকামিনী, তিয়াসের লেখন, অচিনে আঁচড়ি, মরম বাখানি, এই ঘরে লক্ষ্মী থাকে, ইতু বৌদির ঘর, দখিনা বাও, জলটুঙ্গি, পাপপুণ্যি, ঘরবাড়ি, দম্পতি, বলো কি অনুভব।

ad

পাঠকের মতামত