26975

চান্দিনায় জাতীয় শোক দিবসে এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন

চান্দিনা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এ উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগ নেতা মো. বাহারুল ইসলাম বাহার এর উদ্যোগে মিলাদ, মাহফিল, দোয়া-মুনাজাত হয়। তার ব্যবসায় প্রতিষ্ঠান মেসার্স তন্নী এন্টারপ্রাইজে দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম।

ads

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন- মাওলানা আলী আহাম্মদ। পরে চান্দিনা আল-আমিন ইসলামিয়া এতিমখানার এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

ads

এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী। উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবীব এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাকিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক ময়েদুজ্জামান, পৌর মেয়র শওকত হোসেন ভূইয়া, চান্দিনা পৌরসভার সাবেক মেয়র মো. মফিজুল ইসলাম, চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক প্রমুখ।

পরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ, মাহফিল, দোয়া-মুনাজাত ও তাবারুক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগ সভাপতি আবদুল জলিল।

ad

পাঠকের মতামত